বন্যায় দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান চরমোনাই পীরের

বন্যায় দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান চরমোনাই পীরের

বন্যায় দুর্গত মানুষের সাহায্যে
বন্যায় দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান চরমোনাই পীরের

 বন্যায় দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব। 

সে দৃষ্টিকোণ থেকে সংগঠনের নেতাকর্মী, সমাজের বিত্তবান এবং সাহায্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।

মুফতী রেজাউল করীম বলেন, 

একদিকে ডেঙ্গু বিপর্যয়ে জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে বন্যায় চট্টগ্রাম, ফেনীসহ বেশ কয়েক জেলার মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে দিয়েছে। 

এমতাবস্থায় যার যার অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। সরকারকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে।

তিনি দলীয় নেতাকর্মীর পাশাপাশি সরকার, বিভিন্ন সেবা সংস্থা এবং সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, দুর্যোগের মধ্যে প্রত্যেকে যার যার অবস্থান থেকে দুর্গত পরিবারগুলোর পাশে দাড়ালে বন্যা ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর আর দুঃখ, দুরাবস্থা থাকবে না। জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান, দেশের বাহিরে আমার প্রিয় বন্ধুগন ও বেসরকারী সংস্থাগুলোকে বন্যাপীড়িত মানুষের পক্ষে দাড়ানোর জন্য আহ্বান জানানো হয়।

চট্টগ্রাম জেলার চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়ায় ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে জেলার চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই’র পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন। স্বেচ্ছাসেবক টিমে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আল মোহাম্মদ ইকবাল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মেশকাতুল ইসলাম, চট্টগ্রাম পূর্ব জেলার সেক্রেটারি মাওলানা আবুল কালাম, নগর নেতা শরীফুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা আরাফাতুর রহমান, ছাত্রনেতা মোহাম্মদ এমদাদ প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কয়েক লাখ মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। শিশুদের নিয়ে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো। হাজার হাজার মানুষ পানিবন্দী। স্কুল-মাদরাসাগুলো বন্ধ। হাজার হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে পানির নিচে। দূর্গত এলাকায় মানুষের কষ্ট বেড়েই চলেছে। খাবার এবং বিশুদ্ধ পানির সংকট প্রকট হচ্ছে। সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি উদ্যোগেও এসব দূর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post