তালেবান আতঙ্ক, ভারত সফর স্থগিত করলেন আফগান সেনাপ্রধান

আফগানিস্তানে তালেবানের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। একের পর এক জেলা নিয়ন্ত্রণে নিচ্ছে তালেবান। মার্কিনপন্থী আফগান বাহিনীর সঙ্গে প্রতিদিনই লড়াই হচ্ছে তালেবানের।

এইদিকে তালেবানের আতঙ্কে ভারত সফর পিছিয়ে দিয়েছেন মার্কিনপন্থী আফগান বাহিনীর সেনাপ্রধান ওয়ালি মুহাম্মদ আহমেদজাই।

জানা গেছে, এ সপ্তাহে ভারত সফরে যাওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত আসছেন না আফগানিস্তানের সেনাপ্রধান । ভারতে অবস্থিত আফগান দূতাবাসের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

এদিকে, চলতি বছরের শেষ নাগাদ ইরাকে ‘যুদ্ধের দায়িত্ব সমাপ্ত’ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post