ঈদের নামাজ আদায়ের নিয়ম

ঈদের নামাজ আদায়ের নিয়ম

 

 ঈদের নামাজ অনেক দিন পর পর পড়া হয় বলে অনেকেই ঈদের নামাজের নিয়ম-কানুনগুলো ভুলে যান। ফলশ্রুতিতে ঈদগাহে যাওয়ার পর নামাজে একের পর এক ভুল হতেই থাকে। তাই ঈদের নামাজে যাওয়ার আগে নামাজ পড়ার নিয়ম ভালো করে দেখে যেতে পারেন। এতে অনাকাঙ্ক্ষিত ভুল থেকে রেহাই পাবেন।

প্রথমত জেনে রাখা ভালো, ঈদের নামাজ সবার ওপর ওয়াজিব।

 সাধারণ নামাজের সাথে এই নামাজের পার্থক্য হচ্ছে, এই নামাজে অতিরিক্ত ছয়টি তাকবীর (আল্লাহু আকবার) দিতে হয়।

অনেক দিন পর পর পড়া হয় বলে অনেকেই ঈদের নামাজের নিয়ম-কানুনগুলো ভুলে যান। ফলশ্রুতিতে ঈদগাহে যাওয়ার পর নামাজে একের পর এক ভুল হতেই থাকে। তাই ঈদের নামাজে যাওয়ার আগে নামাজ পড়ার নিয়ম ভালো করে দেখে যেতে পারেন। এতে অনাকাঙ্ক্ষিত ভুল থেকে রেহাই পাবেন।

More Post পশু কোরবানির দোয়া

ঈদের নামাজ

প্রথমত জেনে রাখা ভালো, ঈদের নামাজ সবার ওপর ওয়াজিব। সাধারণ নামাজের সাথে এই নামাজের পার্থক্য হচ্ছে, এই নামাজে অতিরিক্ত ছয়টি তাকবীর (আল্লাহু আকবার) দিতে হয়।


নামাজের নিয়ত কেবলমাত্র আরবিতেই করতে হবে এমনটি ভাবার কোনো কারণ নেই। বরঞ্চ প্রত্যেকে তাঁর মাতৃভাষায় যে কোনো নামাজের নিয়ত করতে পারে। ঈদের নামাজের জন্য এইভাবে নিয়ত করতে হবে- ‘হে আল্লাহ, আমি এই ঈদের ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ইমামের পেছনে আদায় করছি।’

নিয়তের পর হাত কান পর্যন্ত উঠিয়ে ‘আল্লাহু আকবার’ বলে হাত বাঁধতে হবে। এরপর সানা পড়ার পর ইমাম সাহেব ‘আল্লাহু আকবার’ বলে আবার তাকবীর দিবেন। এই সময় অন্যান্যরাও হাত কান পর্যন্ত উঠিয়ে তাকবীর দিয়ে হাত নামিয়ে রাখবে।

এইভাবে ইমামের সাথে দ্বিতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিতে হবে। তারপর তৃতীয় তাকবীর দিয়ে হাত বেঁধে নিয়ে ইমাম সাহেব সূরা ফাতিহা ও অন্য সূরা পড়বেন।

ঈদের নামাজ কাজা পড়া বা একা পড়ার সুযোগ নেই। তবে কমপক্ষে চার জন কিংবা তার চেয়ে বেশি মানুষের ঈদের নামাজ ছুটে গেলে তাঁরা সবাই জামাতের সহিত ঈদের নামাজ পড়ে নেবে।

eid ul adha

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post