হযরত আদম (আঃ)-এর চিহ্ন


হযরত আদম এবং তার স্ত্রী বিবি হাওয়া হলেন অদ্বিতীয় যেহেতু তারা প্রতক্ষ্যভাবে আল্লাহ্‌তা’লার দ্বারা সৃষ্টি হয়েছিলেন এবং তারা আদনের জান্নাতুল-ফেরদৌসে বসবাস করতেন৷  তাই আমাদের তালিমের জন্য তাদের কাছে গুরুত্বপূর্ণ চিহ্নসমূহ রয়েছে৷ হযরত আদমের বিষয়ে পাক কুরআনে দুটো এবং তৌরাত শরীফে একটি ঘটনা আছে৷ (সেগুলোকে পড়ার জন্য এখানে ক্লিক করুন)৷

এই বর্ণনাগুলো একেবারেই একইরকমের৷ দুটো ঘটনাতেই চরিত্রগুলো এক (হযরত আদম, বিবি হাওয়া, শয়তান (ইবলীস), এবং আল্লাহ্) উভয় ঘটনাটির স্থানটিও এক ছিল (বাগিচা); উভয় ঘটনাতে শয়তান (ইবলীস) মিথ্যা কথা বলেছিল এবং হযরত আদম ও বিবি হাওয়াকে ঠকিয়েছিল;  দুটো ঘটনাতেই হযরত আদম ও বিবি হাওয়া তাদের নগ্নতা ঢাকতে পাতা ব্যবহার করেছিলেন;  উভয় ঘটনাতে আল্লাহ্‌তা’লা এসেছিলেন এবং বিচার করার জন্য কথা বলেছিলেন; উভয় ঘটনাতে আল্লাহ্‌তা’লা তাদের ‘নগ্নতা’ ঢাকার জন্য পোশাক (আচ্ছাদন) প্রদান করে তার দয়া দেখিয়েছিলেন৷  পাক কুরআনে উল্লেখ আছে এই হল ‘আল্লাহ্‌র চিহ্ন’ ‘হযরত আদমের সন্তানদের’ জন্য – যারা হলাম আমরা৷ অতএব এটি কেবল অতীতের পাক ঘটনাগুলোর বিষয়ে একটি ঐতিহাসিক তালিম নয়৷ আমরা হযরত আদমের ঘটনাটি থেকে তালিম গ্রহণ করতে পারি৷

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post